রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ২২:৫৬

সভাপতি - ওমর ফারুক : সাধারণ সম্পাদক - ইয়াছিন আহমেদ

রাজরাজেশ্বর ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন

রাজরাজেশ্বর ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মুহাম্মাদ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হিসেবে ইয়াছিন আহমেদের নাম ঘোষণা করা হয়।

শনিবার (৫ এপ্রিল ২০২৫) বিকেলে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলনের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজরাজেশ্বর ইউনিয়ন শাখা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যেই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই বাংলাদেশের নেতৃত্ব ছাত্রদের মাধ্যমেই তৈরি হবে। এখান থেকেই বাংলাদেশের নতুন নেতা বেরিয়ে আসবে। যাদের মাধ্যমে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ পাবে সাধারণ জনতা। ছাত্রদেরকে নেতৃত্বের সামনে নিয়ে আসতে মেধাবী ও যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী কাজ করে যাচ্ছে।

রাজরাজেশ্বর ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ ওমর ফারুকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ বায়েজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুব ইমরান মাসুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল হাসানাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সাবেক জয়েন্ট সেক্রেটারি মাওলানা আল আমিন ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

সম্মেলনে ২০২৫ সেশনের জন্যে ইসলামী ছাত্র আন্দোলন রাজরাজেশ্বর ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন মুহাম্মাদ ওমর ফারুক, সহ-সভাপতি শাহাদাত হোসেন মোবারক ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়াছিন আহমেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়