রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১৭:৪০

কচুয়ায় ৭ বছরের শিশু ধর্ষণের শিকার : ধর্ষক গ্রেফতার

কচুয়ায় ৭ বছরের শিশু ধর্ষণের শিকার : ধর্ষক গ্রেফতার
বিশেষ প্রতিনিধি

কচুয়ায় ৭ বছরের শিশু ধর্ষণের মামলায় ধর্ষক ইউসুফ (৩৬)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ইউসুফ পৌরসভার কোয়াচাঁদপুর গ্রমের মৃত সাছুল হকের ছেলে।

থানার মামলা সূত্রে জানা যায়, ২৬ মার্চ কোয়া চাঁদপুর গ্রামের ৭ বছর বয়সী এক শিশু কন্যা মাদ্রাসা থেকে দুপুর সোয়া ১টার দিকে বাড়ি ফেরার পথে তাকে আইসক্রীম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ইউসুফ তার বাড়ির পশ্চিম পাশের একটি বসত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে শুক্রবার কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে মামলা দায়েরের রাতেই ধর্ষক ইউসুফকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে ইউসুফকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে এ বর্বরোচিত ঘটনায় কোয়া চাঁদপুর গ্রামবাসীর মধ্যে চরম ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ গ্রামবাসীরা শুক্রবার সন্ধ্যায় কোয়া চাঁদপুরসহ কচুয়া পৌর বাজারে বিক্ষোভ মিছিল করে ধর্ষক ইউসুফের দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়