রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ২০:১৫

লঞ্চে মুমূর্ষু নবজাতককে কোস্টগার্ডের মেডিকেল সহায়তা প্রদান

লঞ্চে মুমূর্ষু নবজাতককে কোস্টগার্ডের মেডিকেল সহায়তা প্রদান
অনলাইন ডেস্ক

বরিশাল হতে ঢাকাগামী ‘কর্ণফুলী-৩’ লঞ্চের এক যাত্রীর মুমূর্ষু নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।

শনিবার (৫ এপ্রিল ২০২৫) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (৫ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় বরিশাল হতে ঢাকাগামী ‘কর্ণফুলী-৩’ লঞ্চে অক্সিজেন দেয়া অবস্থায় একটি নবজাতককে নিয়ে মো. সবুজ (২৮) ও লিজা আক্তার (২৫) ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে অক্সিজেন শেষ হয়ে গেলে নবজাতকের অভিভাবকগণ কোস্ট গার্ডের শরণাপন্ন হন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক অতি দ্রুত মেডিকেল সহায়তা প্রদানের নিমিত্তে ৫ সদস্যের একটি মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে গমন করে। সেখানে গিয়ে নবজাতককে প্রাথমিকভাবে অক্সিজেন সহায়তা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্যে অভিভাবকসহ নবজাতককে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে কোস্ট গার্ডের সহায়তায় নবজাতকের আরো উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়