প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১৪:১৯
ফরিদগঞ্জে পুকুরে ভেসে উঠলো দুই বছর বয়সী শিশুর মৃতদেহ

ফরিদগঞ্জে পুকুরের পানিতে পড়ে আয়েশা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল ২০২৫) দুপুরে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে ঘটনাটি ঘটে। আয়েশা আক্তার ওই গ্রামের শাহ পরানের মেয়ে।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম জানান, দুপুর ১২ টার দিকে শিশুটির মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি খেলাধুলা করছিলো। সকলের অগোচরে সে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই সে মারা গেছে। তিনি আরও বলেন, যেহেতু এখন গরম পড়ছে, শিশুদের অভিভাবকরা আরো সচেতন থাকতে হবে, যেনো শিশুরা একা একা পানির কাছাকাছি না যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, পানিতে পড়ে মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।