প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ২১:৫২
সংবিধান সংস্কারে মুসলিম আইডেন্টিটিফিকেশন থাকতে হবে
-----মাওলানা মাকসুদুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, সংবিধান সংস্কারে মুসলিম আইডেন্টিটিফিকেশন থাকতে হবে। কুরআনের সাথে সাংঘর্ষিক সকল আইন সংশোধন করে ৯২% মুসলিম অধ্যুষিত এই ভূখণ্ডের জাতিসত্তা ও জাতীয় চেতনাবোধকে ধারণ করে সংবিধান রচিত হবে। অন্যথায় সংবিধান সংস্কার গ্রহণযোগ্য হবে না।
শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখা আয়োজিত শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা শাখার সভাপতি মুফতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী গাজী গোলাপ শাহের সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মো. মাছউদুর রহমান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল বাশার, হাজী ওসমান গণি, ক্বারী তাজুল ইসলাম, হাফেজ মাওলানা ইবরাহীম, মাওলানা আসাদুল্লাহ, রবিউল ইসলাম রুবেল, মাজহারুল ইসলাম, এইচএম আরিফুল ইসলাম প্রমুখ।
অধিবেশন শেষে হাফেজ মাওলানা আবু হানিফ পাটোয়ারীকে সভাপতি, আলহাজ ওসমান গণি ও গাজী গোলাপ শাহকে সহ-সভাপতি এবং ইমান হোসেন জহিরকে সেক্রেটারি করে ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়।