রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ২১:৫০

খাদেমুল ইসলাম সংগঠনের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি
খাদেমুল ইসলাম সংগঠনের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে খাদেমুল ইসলাম সংগঠনের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় কেরাত ও নাশিদ কার্নিভাল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত নান্দনিক উপস্থাপনায় বিভিন্ন বয়সের দর্শক পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, হামদ, নাত উপভোগ করেন।

নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ভূঁইয়ার সভাপ্রধানে এবং খাদেমুল ইসলাম সংগঠনের অন্যতম সদস্য আরাফাত বিন আনোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মাসুদ হাজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. রিপন সরকার।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ ক্বারী আনাস বিন আনোয়ার ও হাফেজ ক্বারী মো. শহিদুল ইসলাম। নাসিদ পরিবেশন করেন জাতীয় সংগঠন কলরবের সিনিয়র শিল্পী আহমদ আব্দুল্লাহ, জনপ্রিয় সংগীত শিল্পী আবু উবায়দা, সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক সদস্য মুহাম্মদ হাসান মিশু, জনপ্রিয় উর্দু নাসিদ শিল্পী শেখ এনাম, সুরের ধনী শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক মুফতি জুনায়েদ আল হাবিব।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো মতলবের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়