প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১২:১৫
আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে অবস্থিত শিক্ষা-সম্মান-গৌরবের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেন এই প্রাণের উৎসবে। দিনভর তারা হাসি-আনন্দ আর জম্পেশ আড্ডায় মাতিয়ে তোলেন বিদ্যালয় প্রাঙ্গণ।
অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব গোলাম ইয়াজদানী এনাম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মুহাম্মদ মোহসীন উদ্দীন, জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম ও বিদ্যালয়ের দাতা সদস্য গোলাম সাইদ হাসান চৌধুরী (তামিম)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান।
প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ আউয়াল, এজেড এম আপ্পান, শাহ আজিজুর রহমান, ড. আব্দুস সাত্তার, মানিকুর রহমান মানিক, নাছিরুল ইসলাম, সাইফুল ইসলাম, কামাল হোসেন, এবি সিদ্দিক, কাউসার আহমেদ, আনিছুর রহমান, অ্যাড মাহমুদ হাসান কবির, আলমগীর কবির টুটুল, মাজহারুল ইসলাম তুহিন প্রমুখ। তারা তাদের শৈশবে এই বিদ্যালয়ের সাথে স্মৃতিগাথা তুলে ধরে বক্তব্য রাখেন।
১৯৬৭ থেকে ২০২৫ ব্যাচের ছাত্র-ছাত্রীরা দিনব্যাপী বর্ণিল এ আয়োজনে পর্যায়ক্রমে স্মৃতিচারণ করেন। এই মিলনমেলায় বিদ্যালয়ের স্বনামধন্য প্রাক্তন শিক্ষকদেরও সংবর্ধনা দেয়া হয়। সর্বশেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির আহ্বায়ক আলাউদ্দিন মাস্টার সমাপনী বক্তব্য রাখেন।