রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ২০:৫৩

মতলব উত্তরে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে হামলায় আহত ৩

মতলব উত্তরে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে হামলায় আহত ৩
মতলব উত্তর ব্যুরো

মতলব উত্তরে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৩জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচানী গ্রামে। এ বিষয়ে ভুক্তভোগীরা মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচানী কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন একই এলাকার মৃত আলী মিয়া প্রামাণিকের ছেলে মারুফ আলী আকবর প্রামাণিক। কিন্তু মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাবস্থায় মসজিদের আর্থিক হিসাব নিকাশ না দিয়ে তিনি টাকা আত্মসাৎ করেন। যার প্রেক্ষিতে সমাজের সকল লোকজন স্থানীয়ভাবে বসে মসজিদের পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেন। এই কমিটি গঠনকে কেন্দ্র করে মারুফ আলী আকবর প্রামাণিকসহ আরো বেশ ক'জন এ কার্যকলাপের বিরোধিতা করেন। গত ৪ এপ্রিল শুক্রবার ৫টার দিকে মারুফ আলী আকবর প্রামাণিক, তার ভাই মাসুদ রানা, সজল, মৃত আক্রাম আলী সরকারের ছেলে রিয়াদ সরকার, নজির আহাম্মদ প্রামাণিকের ছেলে খাজা আহাম্মেদ প্রামাণিকসহ আরো অজ্ঞাতনামা কয়েকজন লোক নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, ধারালো লোহার ছেনা, ছুরি, এসএস পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এতে আনোয়ারুল ইসলামের ছেলে আবু হানিফ অভি, তার ভাই সানিয়াত রহমান শাওন ও গোলাম মোস্তফার ছেলে মাহফুজুর রহমান প্রামাণিক গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্যে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় । বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী মাহফুজুর রহমান প্রামাণিক বলেন, মারুফ আলী আকবর মসজিদের সাধারণ সম্পাদক থাকাবস্থায় মসজিদের টাকা আত্মসাৎ করায় এলাকাবাসী নতুন কমিটি গঠন করে। আর তাতেই তিক্ত হয়ে লোকজন নিয়ে আমাদের ওপর সন্ত্রাসী হামলা করে। আমরা এ অপরাধীদের সুষ্ঠু বিচার চাই।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়