শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০

মতলব উত্তরে বিনামূল্যে বীজ ও সার বিতরণকালে উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস

সার এখন সরকার কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে এটাই আমাদের সরকারের সাথে অন্য সরকারের পার্থক্য

সার এখন সরকার কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে এটাই আমাদের সরকারের সাথে অন্য সরকারের পার্থক্য
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস।

উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীথি রাণী দাস ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যে সারের দাম ছিল বিএনপির আমলে ৮০ টাকা, সেই সার আমরা কমিয়ে ২৫ টাকায় নিয়ে এসেছি। এটা কেউ চিন্তাও করতে পারে না। আমরা আপনাদের উন্নতমানের বীজ দিচ্ছি, ভালো সার দিচ্ছি। একসময় সারের জন্য কৃষক গুলি খেয়েছিলো। আর এখন সার কৃষকের পিছে পিছে ঘুরছে। সার এখন সরকার কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে এটাই আমাদের সরকারের সাথে অন্য সরকারের পার্থক্য। আমাদের সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের মঙ্গলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করছেন। যার ফলে আজকে আপনাদেরকে সার ও বীজ প্রদান করছেন।

কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছেন উক্ত প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী কৃষক /কৃষাণী ১ হাজার ৩শ’ জন। প্রতিজন কৃষক/কৃষাণী বিনামূল্যে রোপা আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভা ১ হাজার ৭শ’ জন কৃষকের মাঝে কৃষিবান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়