প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ০০:০০
এসএসসিতে চাঁদপুরের সেরা ৩ স্কুল
জিপিএ-৫-এ সেরা আল-আমিন একাডেমি
সারাদেশের ন্যায় চাঁদপুরেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্তোষজনক ফলফাল অর্জন করেছে।
|আরো খবর
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চাঁদপুর জেলায় শীর্ষস্থানে থাকা শহরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের মধ্যে প্রথমে রয়েছে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের সর্বমোট ২২৪জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯৯.৫৫ ভাগ কৃতকার্য হয়। জিপিএ-৫ পেয়েছে ১৬৯ জন। এছাড়া এ গ্রেড পেয়েছে ৫৩ জন।
২য় স্থানে থাকা আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে এ বছর সর্বমোট ৬১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয় ৬১২জন এবং অকৃতকার্য হয় ৪জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন। এছাড়া এ গ্রেড পেয়েছে ২৬৪ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৫ শতাংশ।
৩য় স্থানে থাকা মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সর্বমোট ২৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয় ২৬৫ জন এবং অকৃতকার্য হয় ৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৪টি। এছাড়া এ গ্রেড পেয়েছে ৯১।
আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলামসহ শিক্ষকম-লী কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। একই সাথে ম্যানেজিং কমিটির সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।