বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২২:২৪

নবীনগর সাতমোড়া আনন্দ আশ্রমে মহর্ষি মনোমোহনের আবির্ভাব উৎসব ২৪ জানুয়ারি

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা
নবীনগর সাতমোড়া আনন্দ আশ্রমে মহর্ষি মনোমোহনের আবির্ভাব উৎসব ২৪ জানুয়ারি

সর্ব্বধর্ম্ম অবতার শ্রীশ্রীমৎ আচার্য্য আনন্দ স্বামীজীর একনিষ্ঠ শিষ্য মহর্ষি মনোমোহন এঁর ১৪৮তম শুভ আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হবে। আসছে ২৪ জানুয়ারি শনিবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সাতমোড়া কেন্দ্রীয় কার্যালয় আনন্দ আশ্রমে এ উৎসব অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ছাতিপট্টিস্থিত পিন্টু জুয়েলার্সের স্বত্বাধিকারী পিন্টু কর্মকার।

এ উপলক্ষে ২৩ জানুয়ারি শুক্রবার ভোর ৬টা হতে যথাক্রমে আবাহন, ব্রহ্ম সঙ্গী, আরতি ও উপাসনা, প্রকৃতি তত্ত্ব, পাথেয় ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং সন্ধ্যায় আরতি ও উপাসনা, উৎসব বিষয়ক দায়িত্ব বন্টন সভা, সর্ব্বধর্ম্ম সঙ্গীত, মলয়া সঙ্গীত ও ভক্তি সঙ্গীত এবং পরদিন ২৪ জানুয়ারি শনিবার ভোর ৬টা হতে যথাক্রমে আবাহন, ব্রহ্ম সঙ্গী, আরতি ও উপাসনা, প্রকৃতি তত্ত্ব, পাথেয় ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং সন্ধ্যায় আরতি ও উপাসনা, উৎসব বিষয়ক দায়িত্ব বন্টন সভা, সর্ব্বধর্ম্ম সঙ্গীত, মলয়া সঙ্গীত ও ভক্তিমূলক সংগীত ও ধর্মলোচনা সভা শেষে সারারাতব্যাপী দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সর্ব্বধর্ম্ম সঙ্গীত ও মলয়া সঙ্গীত।

ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি ধর্ম্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন সাতমোড়া আনন্দ আশ্রমের অধ্যক্ষ সাধ্বী শঙ্করী দত্ত ও সেক্রেটারি বিনয় দেবনাথ।

দান পাঠানোর ব্যাংক হিসাব : আনন্দ আশ্রম, বাংলাদেশ কৃষি ব্যাংক, সাতমোড়া বাজার শাখা, ব্রাহ্মণবাড়ীয়া, চলতি হিসাব নং-১১ এবং বিকাশ: 01631-698237 (পার্সোনাল)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়