প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২০:৫০
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৭ মেট্রিক টন জাটকা জব্দ

চাঁদপুরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলি-১৫ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে ৭ হাজার কেজি (৭ মেট্রিক টন) জাটকা জব্দ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
|আরো খবর
সদর উপজেলা মৎস্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনা মোহনায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলি-১৫ থেকে প্রায় ৩০টি ড্রাম থেকে ৭ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। রাত ১২টায় জব্দকৃত জাটকা কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, লঞ্চে অভিযানকালে কেউ জাটকার মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে মাদ্রাসা, এতিমখানা, শিশু পরিবার, দৃষ্টি প্রতিবন্ধী, গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







