বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:০৩

গাজীপুর কাদির আজিজ লতিফ উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
গাজীপুর কাদির আজিজ লতিফ উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর কাদির আজিজ লতিফ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিক্ষামূলক সেমিনার। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিদ্যালয়ের হলরুমে গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের শিরোনাম ছিল “ Sustainable Rice Farming to Conserve Soil and Water”।

এই সেমিনারে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পদ্ধতিতে ধান চাষ, মাটির মান রক্ষা, পানি অপচয় রোধ করা এবং কীভাবে একটি কমিউনিটি গড়ে তোলা যায় যেখানে মাটি ও পানি দুটোই সংরক্ষিত থাকবে—এই বিষয়গুলো হাতে–কলমে শেখানো হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব কৃষি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত একটি টিম এই সেশনগুলো পরিচালনা করে।

এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে একটি ইয়ুথ ক্লাব–এর কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়, যার সদস্যরা ভবিষ্যতে একটি Sustainable Village গড়ে তোলার জন্য মাটি ও পানি সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রম মনিটরিং ও পরিচালনা করবে।

এই এডুকেশনাল প্রোগ্রামটি আংশিকভাবে ফান্ডেড ছিল US Department of State এর Bureau of Education and Cultural Affairs দ্বারা, যেখানে Meridian International Centre ইমপ্লিমেন্টিং পার্টনার হিসেবে কাজ করে।

উল্লেখ্য, এই উদ্যোগটি ছিল SUSI GSL 2025 Alumnus জিয়াউল হক জিবন–এর ক্যাপস্টোন প্রজেক্টের অংশ, যার মূল লক্ষ্য হলো গ্রামীণ যুবসমাজকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব কৃষি ও টেকসই গ্রাম গঠনের দিকে এগিয়ে নেওয়া।

এ ধরনের প্রোগ্রাম স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও লিডারশিপ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়