শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২১:৩৩

হাজীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস লিকেজে আগুন

অল্পের জন্যে বড়ো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস লিকেজে আগুন

হাজীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার হতে গ্যাস লিকেজে আগুন ধরে গেছে। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিক দমকল বাহিনী আগুন নেভানোর কারণে বড়ো ক্ষতি থেকে রক্ষা পায় অটোরিকশাটি। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় হাজীগঞ্জ-কচুয়া সড়কের মকিমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও দমকল বাহিনী জানায়, আনুমানিক ৬টার দিকে এ স্থান দিয় সিএনজিচালিত অটোরিকশা অতিক্রমকালে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে তাতে আগুন ধরে যায়। এ সময় চালক নেমে রক্ষা পেলেও গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে হাজীগঞ্জ ফায়ার স্টেশন হতে তাৎক্ষণিক একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পোঁছে আগুন নেভায়। এতে করে গাড়িটির লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়িটির ৯০ ভাগ রক্ষা করা সম্ভব হয়েছে।

‎হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ধারণা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়