শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২১:১৪

মতলব উত্তরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খেলাধুলার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ও নৈতিক শক্তি গড়ে উঠে

--------ইউএনও মাহমুদা কুলসুম মনি

মাহবুব আলম লাভলু
খেলাধুলার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ও নৈতিক শক্তি গড়ে উঠে

মতলব উত্তর উপজেলার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ৫৪তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলা পরিষদ মাঠে এই বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল্লাহর সভাপতিত্বে ও একাডেমির সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন ও বদরপুর আজিমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এ ক্রীড়া অনুষ্ঠানে মাঠজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ও নৈতিক শক্তি গড়ে উঠে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে অগ্রাধিকার দিতে হবে। তবে লেখাপড়ার যাতে কোনোভাবে ক্ষতি না হয়। শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও বিনোদন চালু থাকলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালু করতে ক্রীড়া শিক্ষকদের সচেষ্ট থাকতে হবে। তিনি আরো বলেন, লেখাপড়ায় যেমন ক্লাস রোল এক, দুই, তিন থাকে, তেমনি খেলাধুলায়ও হার-জিতের ব্যাপার রয়েছে। মনে রাখতে হবে, আমরা সবাই খেলতে এসেছি। হার-জিত শেখার একটি অংশ মাত্র।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়