প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২১:২৭
ফরিদগঞ্জে কৃষি জমির টপ সয়েল বিক্রিতে ২ ট্রাক্টর জব্দ
৫০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জে কৃষি জমির টপ সয়েল বিক্রি ও পরিবহনের অপরাধে দুটি ট্রাক্টর জব্দ, নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও ৫ জন শ্রমিককে আটক করা হয়েছে।
|আরো খবর
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের গুপ্তের বিল এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত গুপ্তের বিল থেকে মাটি কাটার সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে এবং ২টি ট্রাক্টর জব্দ করে।
পরে জব্দকৃত ট্রাক্টর দু’টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাঈনুদ্দিনের জিম্মায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রাখা হয়।
এ ছাড়াও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। জরিমানা আদায়পূর্বক আটককৃতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।







