প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২২:২৯
চাঁদপুরস্থ ফরিদগঞ্জবাসীর সাথে মাও. বিল্লাল হোসাইন মিয়াজীর মতবিনিময়

চাঁদপুরে অবস্থানরত ফরিদগঞ্জবাসীকে নিয়ে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বাদ এশা জেলা জামায়াত কার্যালয়ে চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, ফরিদগঞ্জ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী ও আসন পরিচালক হারুন আর রশিদ ও ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল।
চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মাওলানা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপর শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খান, সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ উপজেলা সেক্রেটারী সাখাওয়াত হোসেন ও পৌর সেক্রেটারী ফখরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক, ব্যাংকারসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








