প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২৩:০৩
কচুয়ায় ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

কচুয়ায় ৫৪তম বাংলাদেশ জাতীয় শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কচুয়া উপজেলা শাখা আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান রাসেল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশরাফ খানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির ও কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন।
|আরো খবর
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় ভলিবল খেলায় চ্যাম্পিয়ন ও ক্রিকেট খেলায় রানার্স আপ হয়েছে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর এমএ খালেক স্কুল এন্ড কলেজ ও ভলিবল খেলায় রানার্স আপ হয়েছে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়। এছাড়া প্রতিযোগিতায় অন্যান্য ইভেন্টের চ্যাম্পিয়নরা জেলা পর্যায়ে অংশ নেবে।







