শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ২০:২৮

হাইমচরে তথ্য অফিসের ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার।।
হাইমচরে তথ্য অফিসের ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক উঠান বৈঠক
উঠান বৈঠকে শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকালে হাইমচর উপজেলার তেলির মোড়ে ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে স্বাগত বক্তব্যে গণভোট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জেলা তথ্য অফিসার তপন বেপারী। আরও বক্তব্য রাখেন হাইমচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মো. আজহারুল ইসলাম চৌধুরী এবং হাইমচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন।

উঠান বৈঠকে বক্তারা গণভোটের ‘হ্যাঁ বা না’-এর গুরুত্ব তুলে ধরেন। বক্তারা গণভোটের 'হ্যাঁ’-এর গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ দুবারে ১০ বছর, নির্বাচন কমিশনার ও পিএসসি’র চেয়ারম্যান নিয়োগে সরকারি দল ও বিরোধী দলের মতামত প্রদান, সংবিধান সংশোধন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, স্বাধীন বিচার বিভাগ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনতে 'হ্যাঁ’তে ভোট দিতে হবে, পরিবর্তন না চাইলে 'না’তে ভোট দিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়