শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ২১:৪৫

চর্যাপদ সাহিত্য একাডেমির শিক্ষাবৃত্তি পেলো দুই শিক্ষার্থী

প্রেস বিজ্ঞপ্তি।।
চর্যাপদ সাহিত্য একাডেমির শিক্ষাবৃত্তি পেলো দুই শিক্ষার্থী

প্রথমবারের মতো শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। শিক্ষা ক্ষেত্রে উৎসাহ বাড়াতে শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকা দুজন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ২০২৬ প্রদান করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্তদের হাতে নগদ টাকা, সনদ, টি-শার্ট, ক্যাপ ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে মহাপরিচালক অ্যাড. রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম ও প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাঈদ হোসেন অপু চৌধুরী, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল খান রাজীব, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন, খাজিদা মুন্নী ও লিজা ইসলাম।

মেধাবী শিক্ষার্থী উদীয়মান গিটারশিল্পী ঐশী ঘোষ ও উদীয়মান আবৃত্তিশিল্পী রাইসা ইসলাম তাসনীম এ বছর বৃত্তি অর্জন করেন।

সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, এই বৃত্তি করুণা প্রদর্শন নয়, এটা তাদের অর্জন। মেধা ও যোগ্যতার ফলে আজ তারা বৃত্তি পেয়েছে। একদিন তারাই আবার অন্য কোনো মেধাবীদের বৃত্তি দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে। ভেবে আমার আনন্দ হচ্ছে, বৃত্তিপ্রাপ্ত দুজনেই নারী। আমাদের দেশের নারীরা যে মেধা ও যোগ্যতায় এগিয়ে আছে এটাও তার একটি উদাহরণ।

চর্যাপদ একাডেমির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, সুশিক্ষা সমাজকে আলোকিত করে। সঠিক প্রণোদনার অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে পড়ে। এতে দেশ ও জাতিকে বারবার সংকটের মুখে পড়তে হয়। রাষ্ট্রের পাশাপাশি বেসরকারিভাবে মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হলে ধীরে ধীরে সে সংকট কেটে যাবে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে রাষ্ট্রের আরও বেশি গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে বেসরকারিভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোও আরও উদার হতে হবে। বাণ্যিজিক চিন্তা না করে সেবার চিন্তা মাথায় নিয়ে এসব কাজে যুক্ত হলে অনেক মেধাবী শিক্ষার্থী দেশে ও বিদেশে যোগ্যতার স্বাক্ষর রাখার সুযোগ পাবে।

প্রথমবারের মতো প্রবর্তিত শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ, সনদ, টি-শার্ট, ক্যাপ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। দেশীয় শীতের পিঠায় আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়