শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ২১:১৩

সড়কের মাটি কেটে ইটভাটায় ব্যবহারের অভিযোগে আদালতের স্বপ্রণোদিত মামলা

স্টাফ রিপোর্টার।।
সড়কের মাটি কেটে ইটভাটায় ব্যবহারের অভিযোগে আদালতের স্বপ্রণোদিত মামলা

ফরিদগঞ্জ উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সরকারি ও জনস্বার্থসম্পৃক্ত ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সড়কের মাটি অবৈধভাবে কাটার ঘটনায় বিবিধ মামলা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

ফরিদগঞ্জ সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতের ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) এই আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, চাঁদপুর দর্পণ নামের একটি দৈনিক পত্রিকায় গত ০৭/০১/২৬ তারিখে প্রকাশিত সংবাদ ও সংযুক্ত আলোকচিত্র পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, ফরিদগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় অনুমোদনহীনভাবে মাটি কাটা হচ্ছে, যা জনসাধারণের চলাচল ও সরকারি সম্পদের জন্যে মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।

আদালত উল্লেখ করেন, সংবাদে বর্ণিত ঘটনাগুলো ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৯০(১)(সি) ধারার ক্ষমতাবলে আদালতের নজরে আসায় ও আমলযোগ্য অপরাধ সংঘটিত হওয়ার প্রাথমিক উপাদান বিদ্যমান থাকায় এটি বিবিধ মামলা হিসেবে রুজু করা হয়।

আদেশে আরও বলা হয়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০১০ এবং মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত ভূমিতে অবৈধ অনুপ্রবেশ, মাটি কাটা ও কাঠামো নির্মাণ দণ্ডনীয় অপরাধ।

এ প্রেক্ষিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ঘটনার প্রকৃত অবস্থা উদঘাটন, দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তকরণ এবং গৃহীত আইনগত ব্যবস্থা সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুর কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট সরকারি সম্পত্তি ও জনস্বার্থসম্পৃক্ত সড়ক ও অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং দায়ী ব্যক্তিদের সনাক্তকরণ সম্পর্কে আদালতকে অবহিত করার নির্দেশ দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়