প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭
ঘোড়াশালায় কৃষি জমির মাটি বিক্রি ও পরিবহনের দায়ে লাখ টাকা জরিমানা ও ট্রাক্টর জব্দ

ফরিদগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি ও পরিবহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের অভিযান অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ আদালতে রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের কৃষি জমির মাটি কাটার অভিযোগে একটি ট্রাক্টর জব্দ ও ট্রাক্টর মালিক আরিফ হোসেন মোল্লাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করে সে অর্থ আদায় করা হয়। জব্দকৃত ট্রাক্টরটি স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো. শফিকুর রহমানের জিম্মায় দিয়ে রাখা হয়েছে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান জানান, কৃষি জমির টপ সয়েল বিক্রি ও কাটা আইনগত ভাবে নিষিদ্ধ। আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। তবে জনগণকে সচেতন হতে হবে। না হলে এতো বড়ো উপজেলায় মাটি কাটার উৎসব থামানো কষ্টকর।








