প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ২০:৫৬
অধ্যাপক আবদুল গফুরের দ্বাদশ মৃত্যুবার্ষিকী

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার সাবেক বাংলা বিভাগের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ডা. আবদুল গফুরের দ্বাদশ মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের ৯ জানুয়ারি ভোর আনুমানিক ৫টায় তিনি ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে শিক্ষাঙ্গনসহ শাহতলী এলাকার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী কামিল মাদরাসা কর্তৃপক্ষ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
|আরো খবর
অধ্যাপক আবদুল গফুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি কৃতিত্বের সঙ্গে অর্জন করেন। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি চাঁদপুরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় বাংলা বিষয়ে অধ্যাপনা শুরু করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি একজন দক্ষ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শাহতলী বাজার এলাকায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবেও পরিচিত ছিলেন এবং মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর চিকিৎসাসেবায় এলাকার অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন।
অধ্যাপক আ. গফুরের জন্ম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কান্দাপাচুরিয়া গ্রামে। টাঙ্গাইলের সন্তান হলেও জীবনের শেষ প্রায় ৩০ বছর তিনি শাহতলীর মাটি ও মানুষের সঙ্গে আত্মার বন্ধনে জড়িয়ে ছিলেন। গভীর ভালোবাসা ও আত্মিক টানের কারণে মৃত্যুর পর তাঁকে শাহতলীতেই দাফন করা হয়। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তাঁর সাবেক ছাত্র-ছাত্রী, আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের নিকট দোয়া কামনা করা হয়েছে।








