প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২০:৫৩
আনোয়ারা-মতিউর মডেল মাদরাসায় নতুন শিক্ষাবর্ষে ছবক অনুষ্ঠান
সন্তানদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ শেখাতে হবে
.....…. মাও. মো. সাইফুদ্দিন খন্দকার

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী জিটি রোড উত্তর এলাকায় আনোয়ারা-মতিউর মডেল মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষে ছবক অনুষ্ঠান হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকাল ৮টায় মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার। তিনি মোনাজাতের পূর্বে প্রদত্ত তাঁর বক্তব্যে বলেন, মাদরাসা শিক্ষায় কষ্ট শিকার করলে হক্কানী আলেম হওয়া যায়। যারা যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন তাঁরা তাহাজ্জুদওয়ালা ছিলেন। সৎ ও যোগ্য হতে চেষ্টা চালিয়ে যেতে হবে। সন্তানদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ শেখাতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মধ্যে যারা অমনোযোগী তাদের প্রহার করা যাবে না। তাদের আদর ও মমতা দিয়ে পড়ালেখায় উদ্বুদ্ধ করতে হবে।
মাদরাসার পরিচালক মাওলানা মো. আবদুর রহমান গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছারছীনা মাদরাসার ছাত্র আবু বকর সিদ্দিক। মিলাদ-কিয়াম পরিচালনা করেন চেয়ারম্যানঘাটা দারুচ্ছুন্নাত আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মো. সিয়াম পাটোয়ারী এবং বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মো. মুখলেছুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে ৬৮ জন শিক্ষার্থীকে ছবক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।








