বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:৩৯

দৌড় শুরু হলো তারুণ্যের: শাহারাস্তিতে অ্যাথলেটিক্স প্রশিক্ষণের কেক কেটে উদ্বোধন

পলাশ দে
দৌড় শুরু হলো তারুণ্যের: শাহারাস্তিতে অ্যাথলেটিক্স প্রশিক্ষণের কেক কেটে উদ্বোধন

ছবির ক্যাপশন: নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধনী মুহূর্ত

চাঁদপুরের শাহারাস্তি নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্য উৎসব ২০২৬ এর অংশ হিসেবে বালক ও বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় কেক কাটার মধ্য দিয়ে এই বিশেষ কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহারাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শাহারাস্তি উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন ছাত্র-ছাত্রী এই নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। এ সময় জেলা ক্রীড়া অফিসের কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়