প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১৪:০৭
হাসান আলী হাই স্কুল মাঠ হকারমুক্ত করার দাবিতে মানববন্ধন

চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠটি হকারমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় এ মানববন্ধনের আয়োজন করা হয় শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকারে'র সামনে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের আবদুল্লাহ আল মামুন, মো. মোকবুল হোসেন, চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সভাপতি, সাবেক ক্রিকেটার সাংবাদিক কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো. আশরাফুল আরিফ, সাবেক ক্রিকেটার টুমু কাজী, মিজানুর রহমান, মনির হোসেন, মোহাম্মদ ইয়াসিন ও মো. আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুরের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ আরো অনেকে।








