বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২০:১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চাঁদপুর জেলার ধানের শীষের প্রার্থীদের শ্রদ্ধাঞ্জলি

মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চাঁদপুর জেলার ধানের শীষের প্রার্থীদের শ্রদ্ধাঞ্জলি
রাজধানীর জিয়া উদ্যানে বুধবার দুপুরে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারত করে তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারত করে তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছেন।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টার সময় চাঁদপুর জেলা, উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীরা রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কবর জিয়ারত শেষে দোয়া করেন। পাঁচজন সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন : আ ন ম এহছানুল হক মিলন (চাঁদপুর-১), মো. জালাল উদ্দিন (চাঁদপুর-২), শেখ ফরিদ আহমেদ মানিক (চাঁদপুর-৩), মো. হারুনুর রশিদ (চাঁদপুর-৪) ও মো. মমিনুল হক (চাঁদপুর-৫)। পর্যায়ক্রমে ধানের শীষের এমপি প্রার্থীরা দলীয় নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। কবর জিয়ারতের সময় তাঁরা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এরপর তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অ্যাড. কাজী আবুল হোসেন, সিনিয়র সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক ড. মো. সলিম উল্যাহ। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী নাজমুন নাহার বেবী, চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, আব্দুস শুক্কুর পাটওয়ারী, মো. খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির প্রধান, ডিএম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সদস্য মাহবুবুর রহমান শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, যুগ্ম সম্পাদক আবু তাহের পাটওয়ারী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. কোহিনূর বেগম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। কবর জিয়ারতকালে নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২৫) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দলমত-নির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন। জানাজাশেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়