প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:৪৫
স্কাউটিংয়ে এবার ফয়সাল ফরাজীর অনন্য অর্জন 'মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড'

অতীত-সাফল্যের ধারাবাহিকতায় এবার
বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় পর্যায়ের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন করেছেন মো. ফয়সাল আহম্মেদ ফরাজী। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর-এর সহকারী অধ্যাপক (আইসিটি)।
স্কাউটিং আন্দোলনে নিরবচ্ছিন্ন অবদান এবং সাংগঠনিক দক্ষতায় অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ বিশেষ পদকে ভূষিত করা হয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে স্কাউটিংয়ের সেবামূলক কার্যক্রমে যুক্ত থাকায় এর পূর্বেও তিনি একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ২০১০ সালে ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ এবং ২০২০ সালে ‘ন্যাশনাল সার্টিফিকেশন অ্যাওয়ার্ড’ অর্জন করে স্কাউটিং অঙ্গনে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।
২০০০ সালে স্কাউটিংয়ের সাথে যুক্ত হওয়া মো. ফয়সাল আহম্মেদ ফরাজী তার ক্যারিয়ারে এখন পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও প্রোগ্রামে সফলতার সাথে অংশগ্রহণ করে প্রায় ৫৩টি সার্টিফিকেট অর্জনের সক্ষমতা প্রদর্শন করেছেন। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই স্কাউট লিডার বর্তমানে বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলার রোভার স্কাউট লিডার (আরএসএল) প্রতিনিধি এবং যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করে জেলার স্কাউটিং আন্দোলনকে গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।শিক্ষকতা ও স্কাউটিংয়ের পাশাপাশি ফয়সাল ফরাজী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয়। তিনি বর্তমানে চাঁদপুর রোটারী ক্লাব এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত ঐতিহ্যবাহী সংগঠন ‘অনন্যা নাট্যগোষ্ঠী’সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই সম্মাননা তার কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে এবং তিনি সামনের দিনগুলোতেও স্কাউটিং ও সামাজিক সংগঠনের মাধ্যমে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।







