প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০০:২৮
র্যাবের অভিযানে ৫২০ পিচ ইয়াবাসহ ১৮ মামলার আসামী গ্রেফতার

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১১ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে একাধিক মামলার এজাহার নামীয় পলাতক আসামী মো. স্বপন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৫২০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ ২৬ হাজার ১০০ টাকা, ৫টি মোবাইল এবং ১ টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
|আরো খবর
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. স্বপন (৪০) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীবল্লভপুর গ্রামের হাজী আয়াত আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে একাধিক মামলায় অভিযুক্ত আসামী এবং পার্শ্ববর্তী দেশ ভারত হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলো। এরই প্রেক্ষিতে র্যাব-১১- এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ








