বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২০:১৯

ফরিদগঞ্জে ভোক্তা অধিকার ও যৌথবাহিনীর অভিযান

পাঁচটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

এমরান হোসেন লিটন।।
পাঁচটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা
ফরিদগঞ্জের চান্দ্রা বাজারের একটি ফার্মেসিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালানোর দৃশ্য

ফরিদগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় এবং যৌথবাহিনী কর্তৃক ফরিদগঞ্জ উপজেলার প্রসিদ্ধ চান্দ্রা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ রোডের চিটাগাং বেকারীকে ২০ হাজার টাকা, একই অপরাধে স্বাদ বেকারীকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে চান্দ্রা বাজার আদর্শ ফার্মেসিকে ৩০ হাজার টাকা, একই অপরাধে মেসার্স সাহা মেডিক্যাল হলকে ২০ হাজার টাকা এবং বেঙ্গল মেডিকেল হলকে ১৫ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলো পরিশোধ করে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং যৌথবাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

অভিযান শেষে আব্দুল্লাহ আল ইমরান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়