শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২০:৩৯

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জামায়াত প্রার্থীর আশ্বাস

রূপসা দক্ষিণের নারীরা এবার ভোট দেবে

প্রবীর চক্রবর্তী।।
রূপসা দক্ষিণের নারীরা এবার ভোট দেবে
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী জেলা জামায়াত আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন।

১২ দলীয় জোটের নেতা, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ফরিদগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতিবিনিময় করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর এই প্রার্থী নিজের নির্বাচনী এলাকা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনী ইশতেহার, নির্বাচন নিয়ে শঙ্কা ও আশার কথা নিয়ে নানা কথা বলেছেন। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীদের দীর্ঘদিন ধরেই ভোট প্রদানে অনীহা ছিলো। ইতঃপূর্বে ভোট দিলেও তা কয়েকজন মাত্র। কিন্তু এ বছর নারীরা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে। ইতোমধ্যেই আমরা ওই ইউনিয়নে বেশ ক'টি উদ্ধুব্ধকরণ সভা করেছি। আমি নিজেও অন্তত তিনটি সভায় অংশ নিয়েছি। আমাদের নারী সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। আজকে আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোট না দেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসবে। নিজেদের নাগরিক অধিকার আদায়ে ভোট প্রয়োগ করবে।

উল্লেখ্য, বিগত ষাট বছর ধরে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা পীরের অনুরোধকে আদেশ হিসেবে মেনে ভোট দিতে যান না। প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলের চেষ্টায় ইতঃপূর্বের দু-একটি নির্বাচনে নারীরা মাত্র স্বল্প ক'জনই ভোট দিয়েছেন। এবার পূর্বের চাইতে এই হার উল্লেখযোগ্য হারে বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। প্রচারণা শুরুর আগেই নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। বিশেষ করে আমাদের নারী সদস্যদের ক্ষেত্রে এটি বেশি ঘটছে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকলে মিলে এই বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবো। তিনি বলেন, আমি আমার নির্বাচনকে সামনে রেখে ১২টি পয়েন্ট চিহ্নিত করে কাজ করছি। দ্রুত আপনাদের মাধ্যমে তা আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে উপস্থাপন করবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। তারা সর্বদা দেশের মানুষের হিতকল্পে কাজ করে চলছে। জাতীয়ভাবে দল ও জোট একটি ইশতেহার ঘোষণা করবে, যা অচিরেই আপনারা জানতে পারবেন। আমি আমার নির্বাচনী এলাকার জন্যে কিছু আলাদা চিন্তাভাবনা করেছি। সেটিও অচিরেই লিখিত আকারে সকলের সামনে উপস্থাপন করবো। সাংবাদিকরা জাতির বিবেক, বিগত সময়ে সাংবাদিকরা নানাভাবে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন। যার বড়ো উদহারণ হলো দেশের কৃতী ও বরেণ্য সাংবাদিক প্রয়াত রুহুল আমিন গাজী। চাঁদপুরের এই কৃতী সন্তান সাংবাদিকতা করতে গিয়ে নানাভাবে নির্যাতিত হয়েছেন। শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেছেন। এছাড়া আরো অনেক সাংবাদিকই ফ্যাসিস্টদের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আমরা তথা জামায়াত ইসলামী আল্লাহ চাইলে ক্ষমতায় আসলে কারো অধিকারে হস্তক্ষেপ করবো না। আমরা চাই সাংবাদিকরা সাদাকে সাদা ও কালোকে কালোই বলবে। অর্থাৎ স্বাধীন সাংবাদিকতা প্রসারিত হোক।

মতিবিনিময় সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাও. ইউনুছ হেলাল, সেক্রেটারী সাখাওয়াত হোসেন, পৌর জামায়াতের আমীর মিজানুর রহমান, সেক্রেটারী ফখরুল ইসলাম, চাঁদপুর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী হাসিবুল হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়