প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১৫:৩৭
বাকিলা কেন্দ্রীয় ঈদগাহে ৫ হাজার মুসল্লি নামাজ আদায় করবে

এক ইতিহাস রচনা করতে যাচ্ছে হাজীগঞ্জের বাকিলার বাসিন্দারা। এই প্রথম বারের মতো প্রতিষ্ঠা লাভ করলো বাকিলা কেন্দ্রীয় ঈদগাহের । ভেন্যু নির্ধারণ করা হয়েছে বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠ। উক্ত ঈদগাহে ৯ টি জুমা মসজিদ ও ৩টি পাঞ্জেগানা মসজিদের মুসল্লিগণসহ উক্ত এলাকার সর্বস্তরের সকল মুসলমানদের ঈদের জামাত আদায় করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে পুরো মাঠ জুড়ে বিশাল সামিয়ানা টানানোসহ স্কুল গেটের সম্মুখে দৃষ্টিনন্দন গেইট করা হয়েছে। এবারে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।
বৈরী আবহাওয়ার মধ্যে নামাজ আদায়ে মুসল্লিদের যাতে ন্যূনতম ব্যাঘাত না ঘটে সে জন্যে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বালি ফেলে পুরো মাঠ সমান্তরাল করা হয়েছে। পুরো মাঠ জুড়ে ত্রিপলসহ টানানো হচ্ছে দৃষ্টিনন্দন সামিয়ানা।
ইতোমধ্যে বাকিলা কেন্দ্রীয় ঈদগাহের ১০১ সদস্যের স্থায়ী কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। যে কমিটি গত মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) স্থানীয়দের নিয়ে ঈদগাহ স্থলে মিটিং করেছে।
অনুমোদিত কমিটির সভাপতি ও বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলনের সভাপ্রধানে, বাকিলা বাজারের ইজারাদার, বাকিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রবাসী ব্যবসায়ী আব্দুল মতিন স্বপনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সভায় অর্থবিষয়ক সম্পাদক আরাফাত হোসেন মিয়াজী রেজুলেশন পাঠ করেন।
প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রাজুর পরিচালনায় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যবসায়ী আলহাজ্ব এম এ খালেক, আবুল হোসেন মাস্টার, মোস্তফা কামাল,
শরীফুল ইসলাম মিয়াজী, মোবাশ্বের হোসেন মোল্লা, মাওলানা রফিকুল ইসলাম, আবুল ফারাহ্, রিয়াজুল ইসলাম রিয়াদ,
মুদি হাসান, মসজিদের ইমাম হাফেজ আবু তাহের, মাওলানা মোজাম্মেল হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, টিন ব্যবসায়ী খোকা, স্বর্ণ ব্যবসায়ী আরিফ, স্যানিটারী ব্যবসায়ী আরাফাত, মশলা ব্যবসায়ী সফিকুল ইসলাম সরকার, বীজ ব্যবসায়ী ইউসুফ হোসেন, হাসান পাটোয়ারী প্রমুখ।