প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২২:০৬
হাজীগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৭.২৯।। জিপিএ-৫ পেয়েছে ২০৫

এবারের এসএসসি পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৯৭৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২ হাজার ৪ জন। পাসের হার ৬৭.২৯। জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন, এ গ্রেড ৭২৫ জন, এ মাইনাস ৪৭০ জন, বি গ্রেড ৩৪৬ জন, সি গ্রেড ২৫০ জন ও ডি গ্রেড ৮ জন এবং অকৃতকার্য হয়েছে ৯৭৪ জন। বরাবরের মতো জিপিএ-৫-এর দিক দিয়ে সেরা অবস্থানে রয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। উপজেলায় একটিমাত্র প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে।
|আরো খবর
এ বছর উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সেরা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ। এখান থেকে ২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৩৮ জন। পাসের হার ৯৪.৮২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন, এ গ্রেড ৮৬ জন, এ মাইনাস ৫০ জন, বি গ্রেড ১৯ জন ও সি গ্রেড ৮ জন এবং অকৃতকার্য হয়েছে ১৩ জন। এরপরেই হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ২১০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন, এ গ্রেড ১৩৫ জন, এ মাইনাস ১৮ জন, বি গ্রেড ৯ জন ও সি গ্রেড পেয়েছে ২ জন। পিরোজপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৮৫ জন, পাসের হার ৯১। রাজারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ১২৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৭৪ জন, পাসের হার ৫৮। বাকিলা উচ্চ বিদ্যালয় থেকে ১৩০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৭৭ জন, পাসের হার ৫৯। পালিশারা উচ্চ বিদ্যালয় থেকে ৮৯জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে, পাস করেছে ৪৮ জন, পাসের হার ৫৪। রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় থেকে ১০০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩৫ জন, পাসের হার ৩৫। রামচন্দ্রপুর ভূইয়া একাডেমী থেকে ৬২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৬১ জন, পাসের হার ৯৮। ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় থেকে ৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৭৫ জন, পাসের হার ৯১%। সুহিলপুর উচ্চ বিদ্যালয় থেকে ১১৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০৯ জন, পাসের হার ৯৩। সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২২ জন, পাসের হার ৪০.৭৪। হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ১২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৯ জন, পাসের হার ৪৬.৮৩। বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ জন, পাসের হার ৪৭.৬২ শতাংশ। নাসিরকোট উচ্চ বিদ্যালয় থেকে ১০৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৯ জন, পাসের হার ৫৬। বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ থেকে ৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৯ জন, পাসের হার ৪৮.৩৩। বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪০ জন। পাসের হার ৯৭.৫৬। জিপিএ-৫ পেয়েছে ৯ জন, এ গ্রেড ১৪ জন, এ মাইনাস ১৩ জন ও বি গ্রেড ৪ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন। রামপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৬৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫২ জন, পাসের হার ৩০.৭৭। বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় হতে ১৩১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯৪ জন, পাসের হার ৭২। জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৪ জন, পাসের হার ৫৬। মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৯৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৪ জন, পাসের হার ৪৪.৮৯। পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৯ জন, পাসের হার ৮৮। হাটিলা টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয় থেকে ৮৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬২ জন,পাসের হার ৭৪। শ্রীপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৮ জন, পাসের হার ৮৪.৪৫ । বেলচোঁ উচ্চ বিদ্যালয় থেকে ৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৮ জন, পাসের হার ৪১.৪২। প্যারাপুর উচ্চ বিদ্যালয় থেকে ৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৩ জন,পাসের হার ৫৫। বলিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৭৫ জন। পাসের হার ৮১.৫২। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন, এ গ্রেড ২৬ জন, এ মাইনাস ১৮ জন, বি গ্রেড ১০ জন ও সি গ্রেড ৮জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন। বড়কুল রামকানাই উচ্চ ব্দ্যিালয় থেকে ৫৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৬ জন, পাসের হার ৬৭। দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৪ জন, পাসের হার ৩২.৮৮। মালিগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ৮০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৮ জন, পাসের হার ৮৫। অলিপুর উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করছে ৩১ জন, পাসের হার ৪৬.৯৭। মৈশাইদ পল্লী মঙ্গল এজি উচ্চ বিদ্যালয় থেকে ২৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮ জন. পাসের হার ২৮.৫৭। আল কাউসার স্কুল থেকে ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৭৭ জন, পাসের হার ৯০.৫৯। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, এ গ্রেড ১০ জন, এ মাইনাস ২৯ জন, বি গ্রেড ১২ জন ও সি গ্রেড ১২ জন এবং অকৃতকার্য হয়েছে ৮ জন। আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩০ জন, পাসের হার ৭০%।