প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৪:২৫
সিঁদ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে জখম

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও ছোট পণ্ডিত বাড়িতে কাজল রাণী চক্রবর্তী (৪৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে বুধবার (১০ জুলাই ২০২৫) দিবাগত রাত ভোর ৪টার দিকে। আহতের ছোট ছেলে প্রদীপ চক্রবর্তী
|আরো খবর
ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে, সিনায় ও হাতে কুপিয়ে রক্তাক্ত করে খাটের নিচ দিয়ে পালিয়ে যায়।আহত কাজল রাণী চক্রবর্তী মৃত কৃষ্ণপদ চক্রবর্তীর স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তার ছোট ছেলে প্রদীপ চক্রবর্তী। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কাজল রাণীকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা রাতের অন্ধকারে এই হামলা চালিয়েছে এবং এর কারণ কী তা এখনও স্পষ্ট নয়।