শুক্রবার, ১১ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৮:০৭

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস'র কচুয়া প্রতিনিধি নাছির উদ্দিন

কচুয়া প্রতিনিধি
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস'র কচুয়া প্রতিনিধি নাছির উদ্দিন

বর্তমানে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র চাঁদপুরের কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. নাছির উদ্দিন। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিকেলে চ্যানেল এস'র ভাইস চেয়ারম্যান জামাল হোসাইন পান্না কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে মো. নাছির উদ্দিনকে নিয়োগপত্র, আইডি কার্ড ও অন্যান্য জিনিসপত্র তুলে দেন।

জানা যায়, মো. নাছির উদ্দিন নন্দনপুর গ্রামের একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে শিক্ষকতার পাশাপাশি লেখালেখিতে বেশ পারদর্শী ছিলেন। তিনি ২০০৬ সালে কচুয়ার ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন।এইচএসসি পাসের পর তাঁর জীবন সংগ্রাম শুরু হয়। নানা টানাপোড়েনের মধ্যে তিনি স্নাতক সম্পন্ন করেন। তিনি সাংবাদিকতা পেশায় জাতীয় 'দৈনিক প্রতিদিনের বাংলাদেশ', 'দি ডেইলি ট্রাইব্যুনাল' পত্রিকা, চাঁদপুর থেকে প্রথম প্রকাশিত সর্বাধিক প্রচারিত 'দৈনিক চাঁদপুর কণ্ঠ' পত্রিকার কচুয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

এক প্রতিক্রিয়ায় মো. নাছির উদ্দিন বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যখন থেকেই এ পেশায় জড়িত হয়েছি,তখন থেকেই নিজের সর্বোচ্চটুকু দিয়ে সামাজিক দায়িত্ববোধ থেকে সর্বোপরি নিজ দায়িত্বে কাজ করে আসছি। প্রিন্ট ও অনলাইনে কাজ করার পাশাপাশি এখন নতুন করে ইলেকট্রনিক মিডিয়া স্যাটেলাইট টেলিভিশন 'চ্যানেল এস'- এ কাজ করার সুযোগ পেলাম। চেষ্টা করবো সকলের সহায়তা নিয়ে অতীতের মতো নিজের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে গণমানুষের খবর চ্যানেল এস'র পর্দায় ফুটিয়ে তুলতে।

তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালনে সংবাদকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সকল শুভানুধ্যায়ীর সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। এছাড়াও কর্মক্ষেত্রে সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিকভাবে সহযোগিতা কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়