প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২২:০৯
শাহরাস্তিতে সিরাজ উদ্দিন মহিলা মাদ্রাসার বাজিমাত

এবারের দাখিল ও এসএসসি পরীক্ষার ফলাফলে শাহরাস্তি উপজেলায় বিপর্যয় হলেও বাজিমাত করেছে উপজেলার আলহাজ্ব সিরাজ উদ্দিন চৌধুরী মহিলা মাদ্রাসার মেয়েরা। বিগত বছরগুলোর ধারাবাহিকতা বজায় রেখে এবারের ফলাফলেও শতভাগ অর্জনসহ জিপিএ-৫ পেয়েছে ৮ জন। উপজেলার ২১টি মাদ্রাসা থেকে ৭১৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৫০৩ জন উত্তীর্ণ হয়। উপজেলায় পাসের হার ৬৯.৯৬। মোট জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী। এদের মধ্যে সিরাজ উদ্দিন মহিলা মাদ্রাসার ৮ জন শিক্ষার্থী। শাহরাস্তির ঐতিহ্যবাহী ভোলদিঘী কামিল মাদরাসার ফলাফল বিপর্যয় ঘটেছে । অত্র প্রতিষ্ঠান থেকে ৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬২.৯০ ।