প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২২:০৫
জমজ ভাই-বোনের এসএসসিতে সাফল্য!

দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আবদুর রহমান গাজীর ভাতিজি আকিকা বিনতে আনিস ও ভাতিজা ফয়সাল-উর-রহমান জমজ এই দুই ভাই-বোন এসএসসি পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এন্ড কলেজ থেকে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে।
|আরো খবর
আকিকা অর্জন করেছে জিপিএ ৫.০০ এবং ফয়সাল বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে জিপিএ ৪.৬৭। নতুন পরীক্ষা পদ্ধতির কঠিন সময়েও তারা নিজেদের যোগ্যতা ও অধ্যবসায়ে প্রমাণ করেছে পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। ভবিষ্যৎ পরিকল্পনায় আকিকা চায় ল ডিপার্টমেন্ট অথবা কম্পিউটার সাইন্স এ উচ্চশিক্ষা নিতে। আর ফয়সাল আগ্রহী কম্পিউটার সাইন্স অথবা ট্যুরিজম বিষয়ে পড়াশোনা করতে। আত্মীয় স্বজন সবাই সত্যিই গর্বিত এই জমজ ভাই-বোনের অর্জনে।
তারা বলেন, তাদের জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন ওদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করে দেন। তাদের মা-বাবার দোয়া, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও নিজেদের অধ্যবসায়ে তারা আজকের এই সফলতার পথে। সবাই তাদের জন্যে আন্তরিক দোয়া করি।
উল্লেখ্য, তার বাবা মোঃ আনিসুর রহমান বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর এবং তাদের মা আয়শা আক্তার একজন আদর্শ গৃহিণী এবং পরিবারের অন্যতম চালিকাশক্তি।