প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২০:৪২
কচুয়ায় প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক
কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষা অপরিহার্য। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করাই কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে এ দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র পাল্টে যাবে। তাহলেই বাংলাদেশ উন্নত হবে। ১৮ কোটি মানুষের এ দেশে কর্মমুখী শিক্ষা আবশ্যক। ভালোভাবে কারিগরি শিক্ষা অর্জন করতে পারলে নিজেরাই উদ্যোক্তা হতে পারবে। চাকুরির জন্যে সরকারের ওপর নির্ভরশীল হতে হবে না।
|আরো খবর
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষিবিদ আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, বিভাগীয় ইন্সট্রাক্টর আনাছ আল জায়েদ ও সগীর আহমেদ ।
সভায় ইন্সট্রাক্টর নুরুল হুদা (আরএসি), উম্মে হানী (গণিত), শাহীন আলম (ইংরেজি), কামরুল হাসান (রসায়ন), প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক ক্যাম্পাসে ফলদ বাগান উদ্বোধন, জুলাই বিপ্লব ও মুক্তিযুদ্ধ কর্নার এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ল্যাব পরিদর্শন করেন।