প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৮
টিআইবির সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের উদ্যোগে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাকের সকল কার্যক্রমে আমাদের সহযোগিতা থাকবে -------সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আক্তার

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্যাকটা প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে চাঁদপুর সদর উপজেলার ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর-এর শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ৩১ আগস্ট ২০২৫ অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী।
|আরো খবর
- সনাক-চাঁদপুরের ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন
- আন্তর্জাতিক যুব দিবসে সনাক-টিআইবির র্যালি, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ
- প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক যেভাবে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয় ----সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন
প্রধান অতিথির বক্তব্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আক্তার বলেন, সনাক মূলত প্রাথমিক শিক্ষা বিভাগের ঘাটতি দূরীকরণে কাজ করছে। কীভাবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করা যায় সেই লক্ষ্যেই সনাক কাজ করছে। এই স্কুলের শিক্ষার মান কীভাবে আরও বৃদ্ধি করা যায় এজন্যে সনাকের সকল কাজে আমাদের সহযোগিতা থাকবে। তিনি এই স্কুলটি নিয়ে কাজ করার জন্যে সনাককে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বলেন, এই স্কুলের শিক্ষার মান কীভাবে আরও বৃদ্ধি করা যায় সে লক্ষ্যেই আমরা এই স্কুলকেন্দ্রিক একটি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন করতে যাচ্ছি। তিনি বলেন, বিভিন্নভাবে যাচাই বাছাই করে আজকের এই গ্রুপ গঠন করা হচ্ছে। আমরা একটি প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়নের লক্ষ্যে ঐ প্রতিষ্ঠানের সমস্যাগুলো চিহ্নিত করে কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে থাকি। আমরা আশা করছি আপনারা যারা এসিজির সদস্য হয়েছেন তারা একটু বিদ্যালয়মুখী হবেন এবং বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা করবেন। তিনি ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক ১৫ সদস্যবিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মো. শরীফ হাওলাদারকে সমন্বয়ক এবং মো. রাশেদুজ্জামান ও শাহজাদী আক্তারকে সহ-সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন : শেফালী বেগম, সুরাইয়া আক্তার, আকলিমা আক্তার, তানিয়া আক্তার, রুমা আক্তার, মো. জহির রায়হান, মো. মোস্তফা কামাল, নুরজাহান আক্তার, রীনা আক্তার, আঁখি আক্তার, মো. শিহাব হাওলাদার ও মো. সুমন হওলাদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসী। অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠনের লক্ষ্য, উদ্দেশ্য, এটা কী, কেন গঠন করা হবে এ বিষয়ে বক্তব্য রাখেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, সনাকের সহ-সভাপতি অ্যাডভোকেট পলাশ মজুমদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম হাওলাদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমরান হোসেন। এসিজি গ্রুপ থেকে মতামত ব্যক্ত করেন এসিজি সমন্বয়কারী মো. শরীফ হাওলাদার ও সদস্য মো. মোস্তফা কামাল। সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ ও টিআইবি কর্মীবৃন্দ।