বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩০

সনাক-চাঁদপুরের ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন

অনলাইন ডেস্ক
সনাক-চাঁদপুরের ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্যাকটা প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে চাঁদপুর ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর-এর শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ৩১ আগস্ট ২০২৫ অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক ১৫ সদস্য বিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর আনুষ্ঠানিক ঘোষণা করেন সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মো. শরীফ হাওলাদারকে সমন্বয়ক এবং মো. রাশেদুজ্জামান ও শাহজাদী আক্তারকে সহ-সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন : শেফালী বেগম, সুরাইয়া আক্তার, আকলিমা আক্তার, তানিয়া আক্তার, রুমা আক্তার, মো. জহির রায়হান, মো. মোস্তফা কামাল, নুরজাহান আক্তার, রীনা আক্তার, আঁখি আক্তার, মো. শিহাব হাওলাদার ও মো. সুমন হওলাদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়