প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২০:১৯
প্রাথমিক শিক্ষার উন্নয়নে সনাক-প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাবে
........সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের মতবিনিময় সভা রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 'চাই শিক্ষাখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন' শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক চাঁদপুরের সভাপতি মো. আলমগীর পাটওয়ারী।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি দীর্ঘদিন যাবৎ কাজ করছে। যতদূর জেনেছি বিদ্যালয়গুলোতে ইতিবাচক পরিবর্তন এসেছে। আগামীতেও সনাক-টিআইবির যে কোনো কার্যক্রমে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সহযোগিতা থাকবে। তিনি আরও বলেন, সনাক-টিআইবি পরিচালিত গুয়াখোলা, আব্দুল আউয়াল গাজী, নিজ গাছতলা ও ভরঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথা প্রাথমিক শিক্ষার উন্নয়নে সনাক-প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাবে। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বলেন, আমরা আশা করছি শিক্ষা কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবো। দ্বিপাক্ষিক আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। পাশাপাশি পারস্পরিক আলোচনার মাধ্যমে চারটি স্কুলের সমস্যাগুলো সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ব্যস্ততার মাঝেও অ্যাডভোকেসি সভায় উপস্থিত হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ জানান।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা বেগম, একেএম মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি প্রভাষক জেসমিন আক্তার ও সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সহ-দলনেতা জান্নাতুল ফেরদাউস, ইয়েস সদস্য আকরাম হোসেন, আবু হানিফ ও টিআইবির কর্মীবৃন্দ।








