সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীনের শুভেচ্ছা

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীনের শুভেচ্ছা
ছবি: বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীন

প্রিয় চাঁদপুরবাসী, আসসালামু আলাইকুম।আজ ১ সেপ্টেম্বর, সোমবার। দেশের এক চরম ক্রান্তিকালে অর্থাৎ ১৯৭৮ সালের এইদিনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। আজকের এই শুভ জন্মদিনে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি দেশের চরম সংকটাপন্ন অবস্থায় দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকারসহ মৌলিক অধিকার আদায়ে বার বার জনগণের পাশে থেকে যিনি আপসহীনভাবে সকল লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়ে জনগণের বিজয় ছিনিয়ে এনেছেন, সেই নেত্রী তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তাঁর গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের কারণে দেশের জনগণের হৃদয়ে বিএনপি স্থান করে নিয়েছে।

কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশান্তরী হয়েও যিনি অত্যন্ত ধৈর্য ও মননশীলতা দিয়ে জনগণের কল্যাণে অবিরাম কাজ করে যাচ্ছেন, সেই প্রিয় নেতা তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি।

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এইদিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার আদায়ের আন্দোলন এবং দলের জন্ম থেকে অদ্যাবধি যে সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী শহীদ হয়েছেন। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি।

আজকের এই শুভদিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার প্রিয় জন্মস্থান চাঁদপুরের মাটিকে। এ মাটিকে বিএনপির ঘাঁটি তৈরি করতে গিয়ে নানাভাবে শ্রম, ত্যাগ-তিতিক্ষা, কঠোর পরিশ্রম করে দলের নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলন ও জুলাই আন্দোলনের সকল শহীদ, আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

বিগত ফ্যাসিস্ট সরকার পতনের পরও দেশ ও জাতিকে বিভাজন ও নানা কৌশল অবলম্বন করে অস্থিতিশীল পরিস্থিতিতে নেয়ার চেষ্টা করছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ফলে দেশ বর্তমানে চরম সংকটের মধ্যে চলছে এবং বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সর্বোপরি দলের সকল স্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান থাকবে।

প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমরা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমাদের প্রতীক ধানের শীষ। তাই রাজনৈতিক দল হিসেবে নানা কারণে মতপার্থক্য থাকবে, কিন্তু দল ও দলের প্রতীকের বিষয়ে কোনো আপস নেই, আমরা এক এবং ঐক্যবদ্ধ। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হোক-- আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আগামীর নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ গড়া। এ লক্ষ্যে আসুন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করি এবং দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করি--এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর এই হোক অঙ্গীকার।

সকলের মঙ্গল কামনায়--
মো. মাহবুবুর রহমান শাহীন,
সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুইমিং ফেডারেশন (দু বার);
কার্যকরী সদস্য, চাঁদপুর জেলা বিএনপি;
সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি;
সাবেক যুগ্ম আহ্বায়ক, চাঁদপুর জেলা বিএনপি;
সাবেক আহ্বায়ক, চাঁদপুর পৌর বিএনপি।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়