সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯

হাইকোর্টের আদেশে অনিশ্চয়তায় পড়ল নির্বাচনী কার্যক্রম

ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিশেষ সংবাদদাতা
ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে বামজোটের পক্ষ থেকে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।

একই সঙ্গে বামজোটের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমকে এস এম ফরহাদের বিরুদ্ধে সব অভিযোগ আগামী ১৫ দিনের মধ্যে ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী এবারের ডাকসু নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৪৭১ জনে।

প্রাথমিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ২৮ জন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৫ জন প্রার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ২৫ জন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে রয়েছেন ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ১২ জন প্রার্থী।

এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৫ জন প্রার্থী।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে। এ পদে মোট ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সব মিলিয়ে মোট ২৮টি পদে এবারের নির্বাচনে লড়াই করার কথা ছিল। তবে হাইকোর্টের আদেশে এখন নির্বাচন স্থগিত হওয়ায় নির্বাচনী কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়