শুক্রবার, ১১ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২১:৪৪

শাহরাস্তিতে এসএসসিতে পাসের হার ৫৮.৭৮।। জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন

মো. মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে এসএসসিতে পাসের হার ৫৮.৭৮।। জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন

শাহরাস্তিতে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। শাহরাস্তি উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে মাত্র ১ হাজার ৬ শত ৯৭ জন। ১ হাজার ১ শত ৯০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। উপজেলায় ১৩৩ জন জিপিএ-৫ পেয়েছে।

উপজেলায় পাসের হারে এগিয়ে রয়েছে বিয়াম ল্যাবরেটরি স্কুল। অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৬ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। পাসের হার ৮৬.৬৭% । সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। এ স্কুল থেকে ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এসএসসি পরীক্ষায় শাহরাস্তিতে ভরাডুবি হয়েছে পৌর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মেহের উচ্চ বিদ্যালয়ের। অত্র বিদ্যালয় থেকে ১০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ৩১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৩০.৩৯%। হতাশায় ডুবিয়েছে আরেক শিক্ষাপ্রতিষ্ঠান সূচীপাড়া উচ্চ বিদ্যালয়। ১৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৮৯ জন উত্তীর্ণ হয়েছে। ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও অকৃতকার্য হয়েছে ৫১ জন। পাসের হার ৬৩.৫৭ ভাগ। উপজেলায় সবচেয়ে হতাশাজনক ফলাফল করেছে হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়। অত্র বিদ্যালয় থেকে ১৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫ জন কৃতকার্য হয়। পাসের হার উপজেলায় সর্বনিম্ন ২৯.১৪ ভাগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়