শুক্রবার, ১১ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২১:২২

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলমের ইন্তেকাল

শুক্রবার বাদ জুমা দাফন

স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলমের ইন্তেকাল

চাঁদপুরের কৃতী সন্তান, জাতীয় পার্টি (জাফর)-এর প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম ইন্তেকাল করেছেন (ইন্না... রাজেউন)।

ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর।

জানা যায়, এসএমএম আলম বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাস্থ নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসএমএম আলম কয়েক বছর পূর্বে অস্ট্রেলিয়া প্রবাসী ছোট ছেলের কাছে চলে যান। সেখানে ওপেন হার্ট সার্জারী শেষে ২/৩ বছর অস্ট্রেলিয়া অবস্থান করেন। কয়েক মাস পূর্বে তিনি স্ত্রীসহ পুনরায় দেশে ফিরে আসেন।

শুক্রবার (১১জুলাই) বাদ জুমা জানাজা শেষে চাঁদপুরের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে।

জানা যায়, এসএমএম আলম ছাত্রজীবন থেকে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন । ছাত্র রাজনীতিতে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ভাসানী অনুসারী হিসেবে ভাসানী ন্যাপের রাজনীতিতে জড়িয়ে পড়েন। আশির দশকে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ জাতীয় পার্টি গঠন করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে জাতীয় পার্টিতে যোগদানের আহ্বান জানালে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে যোগদান করেন।

রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সুবক্তা। এজন্যে তিনি সকল মহলে বেশ পরিচিত ছিলেন। এসএমএম আলম জাতীয় পার্টির বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। এরশাদ জীবিত থাকাবস্থায় জাতীয় পার্টির সিনিয়র নেতাদের সাথে রাজনৈতিক মতপার্থক্যের কারণে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ জাতীয় পার্টি (জাফর) নামে আলাদা রাজনৈতিক দল গঠন করেন। এই দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়