শুক্রবার, ১১ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৮:৫২

ওরা এতিম—তবুও হার মানেনি!

দাখিল ও এসএসসি পরীক্ষায় আল-আমিন এতিমখানার শিক্ষার্থীদের সাফল্য

স্টাফ রিপোর্টার।।
দাখিল ও এসএসসি পরীক্ষায় আল-আমিন এতিমখানার শিক্ষার্থীদের  সাফল্য

শৈশবে বাবা হারিয়েছে নিষ্পাপ মুখগুলো। কিন্তু জীবন থেমে থাকেনি। আশ্রয়, আদর আর শিক্ষার আলোয় আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে গড়ে উঠেছে তাদের স্বপ্ন। আর আজ তারা প্রমাণ করলো, পরিশ্রম, সাহস আর সহানুভূতির ছায়ায় কোনো স্বপ্নই অসম্ভব নয়।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) এই দিনটি ওদের জীবনে এক অনন্য মাইলফলক। কারণ, ওরা সফলভাবে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দাখিলে মোহাম্মদ ইমাম হোসেন জুমান জিপিএ ৪.৩৮, মো. মুজাহিদুল ইসলাম জিপিএ ৩.৩৮ ও এসএসসিতে মো. আবু সুফিয়ান জিপিএ ৪.০৭ পেয়েছে।

তাদের পেছনের গল্পটাই সবচেয়ে অনুপ্রেরণার। ইমাম হোসেন জুমান ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের মৃত মুহাম্মদ তছলিম ও রেহানা আক্তারের দ্বিতীয় পুত্র। ষষ্ঠ শ্রেণিতে এতিমখানায় আসে।

মুজাহিদুল ইসলাম কচুয়ার আকিয়ারা গ্রামের মৃত মো. আলমগীর হোসেন ও নুশরাত জাহানের প্রথম সন্তান। ৪র্থ শ্রেণিতে এখানে ভর্তি হয়।

মো. আবু সুফিয়ান চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের মৃত মোস্তফা প্রধানিয়া ও সুমি বেগমের একমাত্র ছেলে। ৮ম শ্রেণিতে এসে গুনরাজদী আল-আমিন একাডেমি স্কুল ও কলেজে ভর্তি হয়।

আল-আমিন এতিমখানা কমপ্লেক্স ১৯৯১ সালে চাঁদপুরের প্রখ্যাত শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্য প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহর হাত ধরে প্রতিষ্ঠিত এই কমপ্লেক্সটি বর্তমানে ১ একর ৯২ শতক জমিতে বিস্তৃত। এখানে রয়েছে—আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, আল-আমিন মাদ্রাসা, একটি দাতব্য চিকিৎসালয় ও জামে মসজিদ।

এখানে দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত এবং হিফজ বিভাগে বিনামূল্যে এতিম শিশুদের ভর্তি করিয়ে সম্পূর্ণ খরচে পড়াশোনার সুযোগ দেওয়া হয়।

কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজী বলেন, এই প্রতিষ্ঠানটি মানুষের দান অনুদানে চলে আসছে। সমাজসেবার মাধ্যমে বাৎসরিক কিছু অনুদান পাওয়া যায়। আজ আমাদের সন্তানদের এই সাফল্য শুধু এতিমখানার নয়, পুরো সমাজের জন্যে অনুপ্রেরণা। আমরা চাই, তারা ভবিষ্যতে আদর্শ মানুষ হয়ে সমাজ ও দেশের জন্য কিছু করে দেখাক।

প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ সকলের কাছে ওদের জন্যে দোয়া চেয়েছেন। যেন ওরা বড় হয়ে আলোকিত করে নিজের জীবন ও এ জাতিকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়