সোমবার, ২৫ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৮:২৯

বড় স্টেশনে মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের বাজার নিয়ন্ত্রণে অভিযান

স্টাফ রিপোর্টার
বড় স্টেশনে  মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের বাজার নিয়ন্ত্রণে অভিযান

ইলিশের বাজার নিয়ন্ত্রণে চাঁদপুর শহরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি টিম।

রোববার (২৪ আগস্ট ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাছঘাটে উপস্থিত আড়তদার ও ব্যবসায়ীর কাছ থেকে ইলিশ পাইকারি ক্রয় বিক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয় ও ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, এ অভিযানের মূল উদ্দেশ্য ছিলো, ইলিশের বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, ক্রেতাদের স্বার্থ রক্ষা ও ব্যবসায়ীদের স্বচ্ছতা নিশ্চিত করা। আমরা নিয়মিত বাজার তদারকি করছি। মাছঘাটে আড়তদার, খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। কোথাও অনিয়ম হচ্ছে কিনা মূলত সেটা দেখার জন্যে আজকের অভিযান। ব্যবসায়ীরা যদি ইচ্ছাকৃতভাবে মূল্য নিয়ন্ত্রণের বাইরে রাখে বা কৃত্রিম সংকট তৈরি করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোক্তা কর্মকর্তা আরো জানান, এ ছাড়া নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্ট্র্যান্ড রোড এলাকায় মেসার্স আল মদিনা এন্টারপ্রাইজকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা এবং বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সবিহীন তেল, গ্যাস মজুদ ও বিক্রয় করায় জিলানী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এখানে উল্লেখ্য, ইলিশের ভরা মওসুম হওয়া সত্ত্বেও চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাঝঘাটে ছোট ছোট ইলিশের কেজি এখনো সাড়ে ছয়শ টাকা থেকে হাজার বারো শ' টাকা। আর মাঝারি সাইজের ইলিশের দাম পনের শ' থেকে আঠারো শ' টাকা। ১ কেজি সাইজের ইলিশের কেজি ২০০০ থেকে ২৪০০ টাকা। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়