শুক্রবার, ১১ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২০:৪৮

হাইমচরে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১৭

মো. সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১৭

হাইমচর উপজেলায় ২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর মোট ১ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৭ জন পাস করেছে, সামগ্রিকভাবে পাসের হার শতকরা ৫২.১৭ ।

বিদ্যালয় পর্যায়ে উপজেলায় মোট ৭১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৪ জন পাস করেছে। পাসের হার ৪৪.০৮%। দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ ৬২% পাস নিয়ে শীর্ষে রয়েছে। মোট জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

মাদ্রাসা পর্যায়ে উপজেলায় মোট ৩৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ২২২ জন পাস করেছে। পাসের হার ৬৫.৫০%। গন্ডামারা এবিএস ফাযিল মাদ্রাসা ৮৪.৪৪% পাসের হার নিয়ে এগিয়ে আছে। মোট জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এসএসসি ভোকেশনালে ১৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ জন পাস করেছে। পাসের হার ৫৩.৭৪%। দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ ৮৫.৭১% পাসের হার নিয়ে সর্বোচ্চ স্থানে রয়েছে। মোট জিপিএ-৫ পেয়েছে ৫ জন। নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ফলাফল স্থগিত আছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা কামাল জানিয়েছেন, সারাদেশের মতো হাইমচরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল প্রকাশিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়