প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২১:১৪
সাহিত্য একাডেমির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কর্মসূচি শুরু
ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
|আরো খবর
১০ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ৯টায় আক্কাছ আলী রেলওয়ে একাডেমি মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।
তিনি বলেন, মানুষ হচ্ছে মানবিক জীব। সাহিত্য একাডেমিকে ধন্যবাদ এমন অবহেলিত এলাকায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করার জন্যে। এখানেও সাহিত্য একাডেমি মানবিকতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, আমাদের কাছে টাকা থাকলেও অনেক সময় আমরা অসুস্থতাবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হতেও কৃপণতাবোধ করি। শুধুমাত্র আজ নয় কাল, কাল নয় পরশু, এ রকম করতে করতেই দিন চলে যায়। আমরা নিজেরাই নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন নই। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের প্রধান উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্যে সুলভ চিকিৎসা সেবা নিশ্চিত করা। অনেক মানুষ আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। সাহিত্য একাডেমি এই ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।জনাব গোলাম জাকারিয়া বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্যে উন্নত চিকিৎসা সেবা অনেক সময়ই অপ্রাপ্য হয়ে থাকে। স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার হলেও অনেক সময় আর্থিক অক্ষমতার কারণে তা অনেকের জন্যে অধরা থেকে যায়। এই বাস্তবতা উপলব্ধি করে সাহিত্য একাডেমি চাঁদপুর ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করছে, যেখানে আর্থিকভাবে অসচ্ছল মানুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন।
মেডিকেল ক্যাম্প কমিটির সদস্য সচিব উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক শাহজাহান সিদ্দিকী। এছাড়া বক্তব্য রাখেন সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর মহাপরিচালক কাদের পলাশ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুমাইয়া আক্তার, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের ডা. আব্দুল কাদের জিলানী ও আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক গোফরান হোসেন। উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমীর সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী, পরিচালক মুহাম্মদ ফরিদ হাসান ও আশিক বিন রহিম, নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, মনিরুজ্জামান বাবলু, সদস্য মোহাম্মদ হানিফ, ইমরান শাকির ইমরু প্রমুখ।
বিকেল ৫টায় সাহিত্য একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে বৃক্ষের চারা বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির পরিচালক মাঈনুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য সুমন কুমার দত্ত ও স্বাদ আল আমিন, সদস্য ম. নূরে আলম পাটওয়ারী, কবি দন্তন্য ইসলাম, কাজী সাইফ, কবি নিঝুম খান, কবি আরিফুল ইসলাম শান্ত, ইয়াহু তাফু, কবি তাইয়্যেব প্রমুখ।এদিন দুপুরে ফরিদগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের হাতে বৃক্ষের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাহিত্য একাডেমি চাঁদপুর-এর কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম ফরহাদ, সাধারণ সদস্য বাঁধন কুমার শীল, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কেএম নজরুল ইসলাম, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান, কবি পান্থ ফরিদ প্রমুখ।
উল্লেখ্য, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাহিত্য একাডেমি, চাঁদপুর স্থানীয় দু শতাধিক মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে, সাধারণ রোগের চিকিৎসা করতে এবং রোগ নির্ণয়ের জন্যে বিনামূল্যে সেবা প্রদান করলো। ক্যাম্পে সাধারণ চিকিৎসা থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের হাতে আড়াই শতাধিক গাছের চারা তুলে দেয়া হয়।