প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২১:৫৪
মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৪৯.৬০, ভোকেশনাল ৬৫.১৮ ও দাখিলে ৪৯.৫১
জিপিএ-৫ : এসএসসিতে ৬৭, ভোকেশনাল ১০ ও দাখিলে ৪।। শতভাগ পাসসহ জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে আউলিয়াবাগ দাখিল মাদ্রাসা

সারাদেশের ন্যায় মতলব উত্তর উপজেলায়ও কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষার এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। প্রকাশিত ফলাফলে পাসের হার এসএসসিতে শতকরা ৪৯.৬০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৬৫.১৮ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ১০ জন। দাখিলে পাসের হার ৪৯.৫১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
|আরো খবর
গত বছরের তুলনায় এবারের ফলাফলে বিপর্যয় ঘটেছে।
পরীক্ষার ফলাফলে দেখা যায়, এসএসসিতে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৫৬, পাস করেছে ১৩৫জন, জিপিএ-৫ পেয়েছে ৭জন, পাসের হার ৫৩.০০ভাগ। দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৩১, পাস করেছে ৪৪জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৩৪.০০ ভাগ। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৪২, পাস করেছে ১৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন, পাসের হার ৫৭.৯৬ ভাগ। পাঁচানী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৬৪, পাস করেছে ২৫জন, পাসের হার ৩৯.০০ ভাগ। ওটারচর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৩২, পাস করেছে ৫৬ জন, পাসের হার ৪২.০০ ভাগ। মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৮৫, পাস করেছে ৪২জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৪৯.০০ ভাগ। এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১২২, পাস করেছে ৪৫জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাসের হার ৩৭.০০ ভাগ। নীলনগর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৬৪, পাস করেছে ১৭জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ২৬.৪৩ ভাগ। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৬৪, পাস করেছে ১১৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন, পাসের হার ৬৮.৪৮ ভাগ। মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৭০, পাস করেছে ৩১জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৪৪.২৯ ভাগ। ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৫৫, পাস করেছে ৮৩জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৫৪.০০ ভাগ। শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৯৪, পাস করেছে ৪৯জন, পাসের হার ৫২.১৩ ভাগ। লুধুয়া হাইস্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ৯৮, পাস করেছে ৫৪জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাসের হার ৫৬.০০ ভাগ। সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪৩, পাস করেছে ১৬জন, পাসের হার ৩৭.০০ ভাগ। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫২, পাস করেছে ৩০জন, পাসের হার ৫৬ ভাগ। দি কার্টার একাডেমিতে মোট পরীক্ষার্থী ১২, পাস করেছে ১২জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাসের হার শতভাগ। মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৩৩, পাস করেছে ৬৪ জন, পাসের হার ৪৭.০০ ভাগ। নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২০০, পাস করেছে ৯০ জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাসের হার ৪৫.৪৫ ভাগ। দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১১০, পাস করেছে ৫৬ জন, পাসের হার ৫১.০০ ভাগ। ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৮৯, পাস করেছে ৫২ জন, পাসের হার ৫৮.৪২ ভাগ। বাগানবাড়ি আইডিয়েল একাডেমিতে মোট পরীক্ষার্থী ১৫০, পাস করেছে ১০৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ জন, পাসের হার ৬৯.১৩ ভাগ। বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৮৩, পাস করেছে ৪১ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাসের হার ৪৯.৪০ ভাগ। পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১২০, পাস করেছে ৬৫ জন, পাসের হার ৫৫.০৮ ভাগ। শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪৯, পাস করেছে ২৯ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাসের হার ৫৯.১৮ ভাগ। কালিপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৭৪, পাস করেছে ১১৮ জন, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন, পাসের হার ৬৮.৬০ ভাগ। হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৮৭, পাস করেছে ৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাসের হার ৪৮.২৮ ভাগ। ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১০৭, পাস করেছে ৫০ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাসের হার ৪৭.১৭ ভাগ। অলিপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫৩, পাস করেছে ৩৫ জন, পাসের হার ৬৬.০৪ ভাগ। জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৭১, পাস করেছে ৩৮ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাসের হার ৫৪.০০ ভাগ। রুহিতারপাড় ডিএম উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৫, পাস করেছে ১৭ জন, পাসের হার ৬৮.০০ ভাগ। জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১০৮, পাস করেছে ৪১জন, পাসের হার ৩৭.৯৫ ভাগ। ফতেপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১০৬, পাস করেছে ৩৭ জন, পাসের হার ৩৪.৯১ ভাগ। ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩৭, পাস করেছে ১৭জন, পাসের হার ৪৫.৯১ ভাগ। নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৩১, পাস করেছে ৪৪জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাসের হার ৩৩.৫৯ ভাগ। চরপাথালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৬১, পাস করেছে ১৪ জন, পাসের হার ২২.৯৫ ভাগ। আলী আহমদ মিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৭১, পাস করেছে ১১ জন, পাসের হার ১৫.০০ ভাগ। নাঁওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৬৫, পাস করেছে ৫৪ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাসের হার ৮৩.০৮ ভাগ। হাজী মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৮৬, পাস করেছে ৫৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৬৬.২৮ ভাগ। গাজীপুর কেএএল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫৭, পাস করেছে ২১ জন, পাসের হার ৩৭.৫০ ভাগ।
ভোকেশনাল পরীক্ষায় জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১০৯, পাস করেছে ৬৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাসের হার ৬৩.৩০ ভাগ। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫০, পাস করেছে ৩০ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাসের হার ৫৮.০০ ভাগ। ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩৫, পাস করেছে ২৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন,পাসের হার ৭১.৪৩ ভাগ। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫৩ জন, পাস করেছে ৩৭জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৬৯.৮১ ভাগ।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষায় ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৫০, পাস করেছে ২৯জন, পাসের হার ৫৮.০০।
সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৭৯, পাস করেছে ২৬ জন, পাসের হার ৩২.৯১ ভাগ।
হাশিমপুর আলিম মাদরাসা মোট পরীক্ষার্থী ২৯, পাস করেছে ১৬ জন, পাসের হার ৫৫ ভাগ। নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৬৮, পাস করেছে ২৪ জন, পাসের হার ৩৫.০০ ভাগ। বদরপুর আদমিয়া ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৪২, পাস করেছে ২৭ জন, পাসের হার ৬৪.০০। লবাইরকান্দি আলিম মাদরাসা মোট পরীক্ষার্থী ৪১, পাস করেছে ১৬জন, পাসের হার ৩৯.০০ ভাগ। রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৪৩, পাস করেছে ২৭ জন, পাসের হার ৩৭.০০ ভাগ।আমিয়াপুর মহিলা দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৩১, পাস করেছে ১৭ জন, পাসের হার ৫৪.০০। রসূলপুর হাজী চাঁনবক্স সরকার দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থী ২৪, পাস করেছে ১৪ জন, পাসের হার ৫৮.০০। আউলিয়াবাগ দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৩৪, পাস করেছে ৩৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ জন, পাসের হার শতভাগ। দশানী বোরহানুল উলূম দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৪২, পাস করেছে ১১ জন, পাসের হার ২৬.০০। লুধুয়া আহমদিয়া (স.) দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৩২, পাস করেছে ১৪ জন, পাসের হার ৪৩.০০।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) মতলব উত্তর উপজেলার এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার ফলাফলের বিদ্যালয়ভিত্তিক সামারী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, আমরা সুন্দর পরিবেশে নিয়ম নীতির মাধ্যমে পরীক্ষাগুলো নিয়েছি। ভালোভাবে পরীক্ষা দেয়ার মাধ্যমে যে কোনো ফলাফল শিক্ষার্থী ও অভিভাবকদের মেনে নিতে হবে। পরীক্ষা ও ভালো ফলাফলের কথা চিন্তা করে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে।